লাইভ টেলিভিশন শোতে নগ্ন হবেন ব্রিটিশ অভিনেত্রী কেলি ব্রুক। নিজের নতুন শো ওয়ান বিগ হ্যাপির জন্য এই সাহসিকতা দেখাবেন তিনি।
ব্রিটিশ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন শোর নিজের চরিত্রের প্রয়োজন অনুসারে নগ্ন দৃশ্যের শ্যুটিং করবেন ৩৪ বছরের কেলি ব্রুক। তবে রুচিসম্মত ভাবে শ্যুটিং হবে ওই নগ্ন দৃশ্যের। তাই নগ্ন হলেও তা নাকি শালীনতা বজায় রেখেই হবেন বলে খবরে প্রকাশ করা হয়েছে!
ওই শো-তে এক বেপরোয়া স্বভাবের নারীর চরিত্রে অভিনয় করবেন ব্রুক। আর চরিত্রের প্রয়োজন অনুযায়ী দেহ প্রদর্শনের ব্যাপারটি রয়েছে। হলিউড-বলিউডে কতজনই তো বিভিন্ন ইস্যু তৈরি করে নগ্ন হওয়ার ঘোষণা দিচ্ছেন, হচ্ছেনও। আর কেলি তো চরিত্রের প্রয়োজনে নগ্ন হচ্ছেন। তাই এ বিষয়টিতে কেলি বেশ আত্মবিশ্বাসী ও স্বচ্ছন্দও।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৪/ আহমেদ