বলিউডের 'কিং' খ্যাত শাহরুখ খানের এক সংবাদ সম্মেলন থেকে 'ওয়াকআউট' করেছে সংবাদকর্মীরা। তিন ঘণ্টার বেশি বিলম্ব করে সংশ্লিষ্ট জায়গায় উপস্থিত হওয়ায় এমন কাজ করে খানকে সঠিক জবাব দিয়েছে সাংবাদিকরা। খবর দ্য হিন্দু অনলাইনের
ঘটনাটি ঘটে গতকাল চেন্নাইয়ের আইটিসি গ্রান্ড কোলায়। মূলত পালাম সিল্কের একটি ফ্যাশন শো উপলক্ষ্যে প্রোগ্রামটি করা হয়েছিল। শাহরুখের আসন্ন মুভি 'হ্যাপি নিউ ইয়ার'র মাধ্যমে পালাম সিল্কের প্রচার হয়। প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল বিকাল সাড়ে ৪টায়। আর সংবাদকর্মীদের ৪টা নাগাদ সেখানে উপস্থিত হতে বলা হয়েছিল।
কিং খানের জন্য অপেক্ষা অপেক্ষা করতে করতে একসময় অধৈর্য্য হয়ে যান সংবাদকর্মীরা। শেষমেষ দীর্ঘ তিন ঘণ্টার বেশি দেরি করে সেখানে উপস্থিত হন মি. খান। তাহলে এতক্ষণ কেন সংবাদকর্মীদের শুধু শুধু বসিয়ে রাখা হলো এ নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন তারা। এ নিয়ে চিৎকার চেচামেচিও করেন তারা। শেষ পর্যন্ত শাহরুখের কাছ থেকে প্রত্যেক সংবাদকর্মীর জন্য 'এক্সক্লুসিভস'র প্রতিশ্রুতি সত্ত্বেও প্রোগ্রাম থেকে চলে যান [ওয়াকআউট] তারা।
দু'জন জনসংযোগ কর্মকর্তার মধ্যে যোগাযোগের ভুল বোঝাবুঝির কারণেই এমনটি হয়েছে বলে একটি সূত্র জানায়।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ