নিজের ছবির রেকর্ড নিজেই ভাঙলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। গত বৃহস্পতিবার ভারতজুড়ে মুক্তি পেয়েছে হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘ব্যাং ব্যাং’। মুক্তির প্রথম দিনেই দর্শক উপস্থিতিতে বাজিমাত করে ছবিটি। যেখানে ‘কৃষ থ্রি’ মুক্তির প্রথম দিন আয় করেছিল ২৫.৫ কোটি রুপি সেখানে ‘ব্যাং ব্যাং’র অায় ২৭.৫ কোটি রুপি।
হৃতিক রোশন জানান, ‘কৃষ থ্রি’ আমারই অভিনীত ছবি। সেটারও রেকর্ড ভাঙলো ‘ব্যাং ব্যাং’। সেজন্য আমি দর্শকদের অভিনন্দন জানাতে চাই।' 'ব্যাং ব্যাং' ২ অক্টোবর মুক্তি পায়। ছবিটি দৈর্ঘ্যে ২ ঘণ্টা ৩৬ মিনিট। আর পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ