ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাই ব্যস্ত। এ ব্যস্ততা শোবিজ অঙ্গনের মানুষজনের মধ্যেও দেখা যাচ্ছে। তারকাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে কাটিয়ে থাকেন ঈদ। কেউ ব্যক্তিগতভাবে, আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান প্রবাসীদের আমন্ত্রণে। এই ঈদেও কিছু তারকা যাচ্ছেন বিদেশে। সংগীত তারকাদের উল্লেখযোগ্য একটা অংশ যাচ্ছেন প্রবাসীদের আমন্ত্রণে।
জানা গেছে, প্রতি বছরই ঈদ উপলক্ষে কাতারের বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সংগঠন আয়োজন করে থাকে বিভিন্ন ঈদ অনুষ্ঠান। এর মধ্যে থাকে কনসার্ট, নাটিকা, নৃত্যসহ নানা আয়োজন। কাতারের বাঙালিদের ঈদ কনসার্টে অংশ নিতে দুই দিনের সফরে কাতার যাচ্ছেন কনক চাঁপা, জেমস, মনির খান, কোনাল, এলিটা, নির্ঝর, শাকিব খান, অপু বিশ্বাস, নাদিয়া, লিখনসহ আরও অনেকে। ৫ অক্টোবর কাতারে ঈদ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পীরা।
এদিকে, আরিফিন শুভ, মাহিয়া মাহি, বাপ্পীসহ বেশ কয়েকজন তারকা ঈদের দিন থাকবেন ভারতে। সব মিলিয়ে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের একটা বড় অংশই এবারের ঈদে দেশের বাইরে থাকছেন।
বিডি-প্রতিদিন/ ৪ অক্টেবর, ২০১৪/ রাসেল/ রশিদা