হুমায়ূন আহমেদ নেই। কিন্তু তার কর্ম রয়ে গেছে। আর ঈদ অনুষ্ঠান মানেই হুমায়ূন আহমেদের নাটক। এবারও থাকছে তার গল্প থেকে নির্মিত একটি নাটক, একটি টেলিফিল্ম। দুটিই প্রচার হবে চ্যানেল আইতে। ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে তার গল্প থেকে নির্মিত নাটক 'বিভ্রম'। এটি নাট্যরূপ দিয়েছেন লুৎফর রহমান নির্ঝর। পরিচালনায় মেহের আফরোজ শাওন। আর নাটকে অভিনয় করেছেন রিয়াজ, সোনিয়া হোসেন, মুনমুন আহমেদ, স্বাধীন খসরু, সৈয়দ হাসান প্রমুখ।
টেলিফিল্ম প্রচার হবে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে। 'গোবর বাবু' শিরোনামের টেলিফিল্মটি পরিচালনা করেছেন জুয়েল রানা। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, ফারুক আহমেদ, সোহেল খান, সেরা নাচিয়ে সাজিন, মতিউর রহমান, শরিফুল ইসলাম, মিন্টু সরদার প্রমুখ।