ঈদ মানেই হানিফ সংকেত। তার নির্মিত নাটক-অনুষ্ঠান ছাড়া ঈদের অনুষ্ঠান ম্লান দর্শকের কাছে। আর তাই দর্শকের কথা মাথায় রেখে হানিফ সংকেত এবার নির্মাণ করেছেন একটি অনুষ্ঠান এবং একটি নাটক। দুটিই প্রচার হবে এটিএন বাংলায়।
হানিফ সংকেত এবার নির্মাণ করেছেন নাটক 'সার কথার ধার বেশি'। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, কুসুম শিকদার, মীর সাব্বির, আবদুল কাদের, আফজাল শরীফ, শামীমা নাজনীন, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।
এদিকে তিনি নির্মাণ করেছেন অনুষ্ঠান 'পাঁচফোড়ন'। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। শহীদুজ্জামান সেলিম ও আজিজুল হাকিমের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে রয়েছে নানা স্বাদের জমকালো সব আয়োজন। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে।