রিয়াজ
চলচ্চিত্র অভিনেতা রিয়াজ এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন। গত ঈদ থেকে প্রচার শুরু হয়েছে তার অভিনীত একাধিক নাটক। তবে এবার সব অভিনেতাকে ছাড়িয়ে সর্বাধিক নাটক প্রচার হবে তার। নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক মিলিয়ে সর্বাধিক ১৩টি প্রচার হবে তার। সংখ্যায় তার কাছাকাছি আছেন জাহিদ হাসান, অপূর্ব, মোশাররফ করিম এবং সজল। তাদের সংখ্যা যথাক্রমে ১২, ১২, ১১ এবং ১১।
রিয়াজের ১৩টি নাটক-টেলিফিল্ম এবং ধারাবাহিক প্রচার হলেও এর মধ্যে রয়েছে নানা স্বাদের চরিত্র। কোনোটি রহস্যময়, কোনোটি অ্যাকশন, কোনোটি কমেডি। রিয়াজ বলেন, 'আমি অভিনেতা। অভিনয় করতে চাই নিয়মিত। সে নাটকই হোক আর চলচ্চিত্র। ভালো স্ক্রিপ্ট পেলে অভিনয় করি। কিন্তু কতগুলো নাটক প্রচার হলো, কাদের থেকে এগিয়ে থাকলাম সে হিসাব করি না।'
তিশা
অভিনেত্রীদের মধ্যে ঈদ নাটকে বরাবরই আলোচিত মুখ নুসরাত ইমরোজ তিশা। প্রতি ঈদেই থাকে তার অভিনীত ভিন্ন স্বাদের নাটক। গত ঈদে তিনি ছিলেন সর্বাধিক নাটকের অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও প্রচার হচ্ছে তিশা অভিনীত সর্বাধিক নাটক। নাটক, টেলিফিল্ম মিলিয়ে তিনি এবার প্রচার সংখ্যায় থাকছেন ১৪-তে। তার কাছাকাছি অভিনেত্রীদের মধ্যে আছেন জাকিয়া বারী মম এবং নাদিয়া আহমেদ। তাদের সংখ্যা যথাক্রমে ১১ এবং ১০।
তিশার ১৪টি নাটক-টেলিফিল্ম প্রচার হলেও সবগুলোর গল্পেই রয়েছে বৈচিত্র্য। তিশা বলেন, 'আমি অভিনেত্রী। এ পরিচয়েই সবাই আমাকে চেনে। আর ঈদ উৎসব হচ্ছে নিজেকে নানা রূপে দর্শকের সামনে হাজির করার উপলক্ষ। তাই আমি চেষ্টা করি ভালো গল্প এবং চরিত্র দেখে অভিনয় করার। এবারও তার ব্যতিক্রম হয়নি।'
সকাল আহমেদ
এবারের ঈদে সর্বাধিক নাটকের নির্মাতা সকাল আহমেদ। তার নির্মিত ১০টি নাটক প্রচার হবে এবার বিভিন্ন চ্যানেলে। নাটকগুলো হচ্ছে বাংলাভিশনে 'দ্বিধা', চ্যানেল নাইনে 'পাগল', এসএ টিভিতে 'কাল পূর্ণিমা', বৈশাখী টিভিতে 'হাবিলদার হাতেম', এটিএন বাংলায় 'গল্পটি গল্প ছিল না', আরটিভিতে 'কাব্যকথা' ও 'ভণ্ডবাবা', মাছরাঙায় '৭২ কাকরাইল' ও 'নোনাজল' এবং এশিয়ান টিভিতে 'মজনু মিয়ার ভাতের হোটেল আর বেগুনের ঝোল'।
সর্বাধিক নাটকের নির্মাতা তকমা পাওয়ায় সকাল লাজুক হেসে বলেন, 'সর্বাধিক নাটকের নির্মাতা হওয়ার জন্য কোনো দৌড় প্রতিযোগিতায় নাম লিখিনি। চ্যানেলগুলো আমার কাজ পছন্দ করেছে। সেগুলো ঈদে প্রচার হবে। এতে আমি খুশি। আমার বিশ্বাস, নাটকগুলো দর্শকের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে। সবাইকে নাটকগুলো দেখার নিমন্ত্রণ রইল।'