প্রতিবারের মতো এবারও অনেকটা অজানা বা গণমানুষের দৃষ্টির আড়ালে পড়ে থাকা অধ্যায়ের দিকে বিশ্বের বাংলাভাষী মানুষের দৃষ্টি কাড়তে যাচ্ছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রতি বছরের ঈদে থাকে তার সাড়া জাগানো আয়োজন 'কৃষকের ঈদ আনন্দ'। এবার উঠে আসছে দেশের সর্বউত্তরের জেলা লালমনিরহাট সীমান্তবর্তী ছিটমহল অধ্যুষিত পাটগ্রাম উপজেলা। এই অঞ্চলের মানুষদের নিয়ে আয়োজিত জমকালো অনুষ্ঠান প্রচার হবে চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন বেলা ৪টা ৩০ মিনিটে।