বরাবরের মতো এবারের ঈদেও ছবি মুক্তির সংখ্যায় শাকিব খান ও অপু বিশ্বাস এগিয়ে আছেন। ঈদে মোট ৫টি ছবি মুক্তি পাচ্ছে। এগুলোর মধ্যে শাকিব-অপুর ছবির সংখ্যা তিনটি।
হিটম্যান
শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত এই ছবিটি এবারের ঈদে সর্বোচ্চ প্রেক্ষাগৃহ পেয়েছে। জাহাঙ্গীর প্রযোজিত এই ছবির পাঁচটি শ্রুতিমধুর গান লিখেছেন সুদীপ কুমার দীপ।
সেরা নায়ক
শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন ওয়াকিল আহমেদ।
কঠিন প্রতিশোধ
শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান।
কিস্তিমাত
আরিফিন শুভ ও অাঁচল অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। এবারের ঈদের ছবির মধ্যে 'হিটম্যান'-এর পর এই ছবির প্রতি ব্যাপক চাহিদা ও দর্শক আগ্রহ রয়েছে।
আমরা করব জয়
একদল নতুন শিল্পী নিয়ে আহসান সারোয়ার নির্মাণ করেছে শিশুতোষ এই চলচ্চিত্রটি।
তা ছাড়া সায়মান জাহান নির্মিত 'টাইম মেশিন' ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের দিন চ্যানেল আইয়ে।