মার্কিন পপ স্টার ব্রিটনি স্পেয়ার্স ইউরোপজুড়ে তার অন্তর্বাস ব্যবসার প্রচারে বিভিন্ন দেশে প্রদর্শনী করে বেড়াচ্ছেন। অন্তর্বাস ক্যাটওয়াকের জন্য ইংল্যান্ড, জার্মানি ও পোল্যান্ডে গিয়েছেন ব্রিটনি।
সম্প্রতি গিয়েছিলেন ডেনমার্কে। তখন একজন তাকে প্রশ্ন করেন তিনি তার নারী ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? ব্রিটনির পরিপক্ক ও মাপা প্রতিক্রিয়া 'নারীদের আরো আত্মবিশ্বাসী এবং নিজেকে আরো ভালবাসতে হবে।'
নারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পৃথিবীতে কোনো পুরুষের প্রয়োজন নেই আপনার। একজন নারীর শুধু নিজেকেই দরকার এবং দরকার একটি ভালো স্নান এবং স্নানের পর ছোট্ট একটা ভালোবাসা। এই ছোট্ট ভালোবাসা হচ্ছে নারীর অন্তর্বাস। আমার কাছে সব (সাইজের) নারীর জন্য অন্তর্বাস আছে।' ব্রিটনি এও বলেন, 'রাতে যখন আমি একা থাকি, আমার করা ডিজাইনের অন্তর্বাস পরে বই পড়ি। এতে আমি সেক্সি ফিল করি।'
ড্যানিশ অন্তর্বাস কোম্পানি চেঞ্জ লিনগেরির সঙ্গে নারীদের জন্য নিজের বাছাই করা অন্তর্বাস বাজারে ছেড়েছেন ব্রিটনি। ২৩ সেপ্টেম্বর লন্ডনে এ অন্তর্বাস বিক্রির উদ্বোধন করা হয়।
বিডি-প্রতিদিন/ অক্টোবর ২০১৪/ শরীফ/ রশিদা