এখন বড় একা লিন্ডসে লোহান। লাগাম ছাড়া জীবনাচারের মন্দ ফল নাকি হাতে হাতেই পেয়েছেন এই তারকা। মাদকাসক্তি, রাতভর পার্টি আর অসংযত জীবনাচরণে অভ্যস্ত ছিলেন তিনি। একের পর এক মামলা আর সাজা ভোগ করে ক্লান্ত হয়ে পড়েন তিনি। যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও তার ক্যারিয়ারে ধস নামে। আর্থিক দৈন্যর মুখও দেখতে হয়েছিল তাকে। তবে শেষ পর্যন্ত তার শুভবুদ্ধির উদয় হয়। সবকিছু বাদ দিয়ে মনোযোগী হন ক্যারিয়ার নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে কাজ নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে, অভিসারের ফুরসুতও তার মেলেনি। একাকিত্ব কষ্টের হলেও তা বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন এই 'মিন গার্লস' তারকা।
২০১৩ সালে আদালতের নির্দেশে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা প্রক্রিয়া শেষ করেন লিন্ডসে। গত বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ছেড়ে লন্ডনে স্থায়ী হন। গত অক্টোবরে 'স্পিড দ্য প্লো' নাটকের মাধ্যমে মঞ্চনাটকে লিন্ডসের অভিষেক হয়। লিন্ডসে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি ক্যারিয়ার নিয়ে এত বেশি মনোযোগী ছিলেন যে, কারও সঙ্গে অভিসারের জন্য সময় বের করা কোনোভাবেই সম্ভব হয়নি । একাকিত্বের সব রকম অভিজ্ঞতাই তার হয়েছে। লিন্ডসে বলেন, একাকিত্ব উপভোগ করলেও, খুব বেশিদিন আর একা থাকতে চান না। এখন তিনি পছন্দসই সঙ্গী খুঁজছেন। সঙ্গী হিসেবে তার পছন্দ ব্যবসায়ী।