মার্কিন পপ গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিবারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি ২০১৩ সালে একজন আলোকচিত্রীকে আক্রমণ করার জন্য তার দেহরক্ষীদেরকে নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিবারের বিরুদ্ধে একটি সমন জারি করা হলেও তিনি তাতে সাড়ে দেননি এমন দাবি করেই ওই বিচারক গ্রেফতারি পরোয়ানাটি জারি করেন। বিলবোর্ড তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর পিটিঅাই'র
গ্রেফতারি পরোয়ানায় বিবার ও তার দুই দেহরক্ষীর যত দ্রুত সম্ভব গ্রেফতারের কথা বলা হয়েছে।
আলবার্তো জুলিও বানোস নামে আর্জেন্টিনার একটি আদালতের বিচারক বিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাটি জারি করেন। তবে এ গ্রেফতারি পরোয়ানা আর্জেন্টিনার বাইরে অন্য কোথাও প্রযোজ্য হবে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ২০১৫/শরীফ