ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল বাণিজ্যিক সিনেমা পিকে। মুক্তির আগে থেকেই এটি ব্যাপক আলোচনায় ছিল। সৃষ্টিকর্তাকে ঘিরে নানা কুসংস্কার নিয়েই একটি ব্যঙ্গাত্মক সিনেমা 'পিকে'। ছবিটি দর্শক মহলে সাড়া ফেললেও পিকে সিনেমার এমন অনেক ফুটেজ রয়েছে, যেগুলো শুট করলেও সিনেমায় ব্যবহার করেননি পরিচালক রাজকুমার হিরানি। কিন্তু কেন?
ভিডিওতে দেখুন সে সব বাদ পড়া দৃশ্য:https://www.youtube.com/watch?v=l7vvfWKCuro
প্রসঙ্গত, রাজকুমার হিরানি পরিচালিত পিকে দেশ-বিদেশ মিলিয়ে ৬০০-৬৫০ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান, সুশান্ত সিংহ রাজপুত, অনুশকা শর্মা, সঞ্জয় দত্ত ও বোমান ইরানি।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ