প্রেক্ষাগৃহ নয় এবার দুনিয়া কাঁপাতে প্রেম নিবেদন করতে যাচ্ছেন পরীমণি। গত বৃহস্পতিবার পরিচালক নজরুল ইসলাম খানের দুনিয়া কাঁপানো প্রেম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের আলোচিত এই অভিনেত্রী। হাসানুল ইসলামের প্রযোজনায় হারমনি মিডিয়া কমিউনিকেশনের এ ছবিটির শুটিং আগামী জুনে শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক নজরুল ইসলাম খান।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, পরীর কাজ ও অভিনয়ের ওপর যথেষ্ঠ আস্থা রয়েছে। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নায়ক বাপ্পী। এছাড়া নবাগতা হিসেবে দেখা যাবে অভিনেত্রী অ্যামি খানকে। আরও রয়েছেন মিশা সওদাগর ও আলী রাজের মত শক্তিমান অভিনেতারা।
অন্যদিকে পরীমণি বলেন, নজরুল ইসলাম খানের ছবিতে অভিনয় করা সত্যিই আনন্দের। ভালো লাগছে পাগলা দিওয়ানা ছবিটি মুক্তির ৫ দিনের মাথায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। এর আগে প্রথম ছবি ভালোবাসা সীমাহীন মুক্তির পর ওয়াজেদ আলী সুমনের দরদিয়া ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। সবমিলিয়ে ব্যস্ততার রাজ্যে ডুব মারতে যাচ্ছেন বলে পরী জানান।