কিং খান শাহরুখ। বলিউডে বাদশাহর মুকুট পরেছেন অনেক আগেই। এরপর সেই মুকুটে একের পর এক যোগ হচ্ছে নতুন নতুন পালক। এ বছর কিং খানের মুকুটে আরও একটি নয়া পালক যোগ হয়েছে। গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডে সেরার শিরোপাটা পেলেন শাহরুখই।
শাহরুখের ভক্তরা তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই সম্মানের জন্য। একটি জাতীয় সংবাদমাধ্যম চ্যানেলের তরফে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
পুরস্কার মঞ্চে শাহরুখ তার ছোট পুত্র আবরামের কথা বলেছেন। সম্প্রতি কেকেআর-মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে ম্যাচের সময় গ্যালারিতে সমস্ত নজর গিয়ে পড়েছিল এ ছোট শাহরুখের ওপর। কিং খান বলেন, এই ছোট ছোট তারকারা, দু-চার দিন প্রচারের আলোয় আসার পরই আমার থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে। এখন আমি আমার ছেলের সঙ্গে কি করে টক্কর দেব, হাসতে হাসতে মন্তব্য গর্বিত বাবার।
গত বছর গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডের সম্মান পেয়েছিলেন অমিতাভ বচ্চন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ