অভিনেতা অমিতাভ বচ্চনের পর এবার গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডে সেরার শিরোপা পেলেন আরেক বলিউড অভিনেতা শাহরুখ খান। এ বছর এই অ্যাওয়ার্ড পাওয়ায় সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন শাহরুখ নিজেই। ভক্তরাও শাহরুখকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে শাহরুখ তার ছোট ছেলে আবরামের প্রশংসা করেন। তিনি বলেন, 'এই ছোটো ছোটো তারকারা দু-চার দিন প্রচারের আলোয় আসার পরই আমার থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে। এখন আমি আমার ছেলের সঙ্গে কি করে টক্কর দেব!' শাহরুখ হাসতে হাসতে এমন মন্তব্য করেন।
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল'র চলমান অষ্টম আসরের কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে ম্যাচের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন আবরাম। গ্যালারি ভর্তি দর্শকের নজর ছিল শাহরুখ পুত্র আবরামের দিকেই। গত বছর গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডের সম্মান পেয়েছিলেন অমিতাভ বচ্চন। তথ্যসূত্র: এবিপি
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ২০১৫/শরীফ