'প্রজাপতি', 'ছায়া-ছবি' ও 'তারকাঁটা'র পর জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবার পরিচালনা করতে যাচ্ছে 'সম্রাট' ছবিটি। এতে কারা অভিনয় করবেন তা নিয়ে কিছুদিন নানা জল্পনা আর বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু রাজ শুরু থেকেই চমকের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই চমকের ঘোষণা দিলেন তিনি। সম্রাট ছবিতে নাম ভূমিকায় করবেন শাকিব খান। আর রাজা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের হিন্দি ও বাংলা ছবির অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তাদের দুজনের সঙ্গেই জুটি বাঁধবেন অপু বিশ্বাস। ইন্দ্রনীল বলেন, 'রাজের গল্প আর আমার চরিত্রটি- কাজটি হাতে নিতে উদ্বুদ্ধ করেছে। আমার চরিত্রটিকে শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত রহস্যে ঘেরা। গল্প যত এগোবে দর্শকরা ততই চমকে যাবে।'এ প্রসঙ্গে শাকিব খান বলেন, 'রাজ আমার ছোট ভাইয়ের মতো। আমরা একসঙ্গে কাজের পরিকল্পনা করছিলাম দীর্ঘদিন ধরে। সম্রাট-এর মতো গল্প আর চরিত্র দিয়ে সে সুযোগ তৈরি হওয়ায় আমি খুশি।' ছবিটিতে অভিনয় প্রসঙ্গে অপু বলেন, 'রাজের পরিচালনায় কাজ করার ইচ্ছা ছিল। ছবিটি নিয়ে আমি আশাবাদী।' এর আগে ইন্দ্রনীলের চরিত্রে আরেফিন শুভকে নেওয়ার খবর ছড়ায়। সেটি এখন গুজবে পরিণত হলো। আগামী মাস থেকে শুরু হচ্ছে সম্রাট ছবির শুটিং।