বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী সানি লিওনির 'এক পাহেলি লীলা’ মুভিটি মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। মুক্তির আগেই মুভিটির বেশ কয়েকটি গানের ট্রেলার প্রকাশ করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া একটি ট্রেলার ইউটিউবে দেখা হয় ১ কোটিরও বেশি বার। অার এবার মুক্তির প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে মুভিটি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, বক্স অফিসে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে মুভিটি। মুক্তির প্রথম দিনেই মুভিটি আয় হয়েছে ৩ কোটি ৮৫ লাখ রুপি।
'এক পাহেলি লীলা' মুভিটি মূলত পারিবারিক কাহিনীনির্ভর। মুভিটিতে সানিকে আধুনিক নর্তকী, গ্রাম্যমেয়ে ও অতীতের রাজকন্যা- এই ৩ চরিত্রে দেখানো হয়েছে। এতে ৯টি গান রয়েছে। 'তেরে বিন নাহি লাগে' নামের গানটিতে তিন অভিনেতা জয় বানশালি, রাজনেশ ডুগাল ও রাহুল দেবের সঙ্গে রোমান্স করেছেন সানি।
গানটিতে রাজকুমারী, গ্রাম্য মেয়ে ও আধুনিক নারীর ভূমিকায় দেখানো হয়েছে পর্ণোতারকা থেকে অভিনেত্রী বনে যাওয়া সানিকে। এর ৩টি দৃশ্যেই ভিন্ন ভিন্ন রূপে হাজির হয়েছেন তিনি। একটি দৃশ্যে সালোওয়ার-কামিজ পরিচিত অবস্থায়ও হট সানিকে দেখতে পাচ্ছে দর্শকরা। খবর বিজনেস অব সিনেমার
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/শরীফ