প্রাণনাশী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কলকাতার অভিনেত্রী তৃণমূল সাংসদ মুনমুন সেনের মুম্বাইয়ের ফ্ল্যাট। মুনমুনের ফ্ল্যাটের পাশেই ছিল তার মেয়ে রিয়ার ফ্ল্যাটটিও। রবিবার মধ্যরাত ১টা ৩০ মিনিট নাগাদ জুহুর রুইয়া পার্ক বিল্ডিংয়ের ৬ তলায় এই আগুন লাগে। দুর্ঘটনার সময় ফ্ল্যাটেই ছিলেন মুনমুন এবং মেয়ে রিয়া, মুনমুনের স্বামী ভরত দেব বর্মন এবং বাসার কয়েকজন পরিচারিকা। অবশ্য আগুন লাগার পরই প্রত্যেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তবে এ ঘটনায় সেন বাড়ির প্রত্যেকেই অক্ষত আছেন।
আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শোয়ার ঘরের এসি থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তা দ্রুত দু’টি ঘরেই ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনায় দ্রুতই দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের ১০টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিয়ার অভিযোগ, আগুন লাগার ঘটনা জানানোর প্রায় একঘণ্টা পরে দমকল বাহিনী আসে।
পরে এক টুইট করে রিয়া জানান 'আমাদের ভবনে আগুন লেগেছে। আমাদের দু’টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় একঘণ্টা পরে দমকলের গাড়ি এসেছে। এটা দেশের পক্ষে লজ্জাজনক।’
দমকলের আঞ্চলিক অফিসার অভয় কালে জানান, আগুন লাগার পরপরই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তিনি আরো জানিয়েছেন যে আমাদের দফতরে রাত পৌনে ২টা থেকে ২টা মধ্যে আগুন লাগার খবর আসে। বহুতল ভবনটির ছয় তলায় আগুন লেগেছে বলে খবর পাই। এরপরই দমকলের গাড়ি পাঠানো হয়।’
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/শরীফ