নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান বাবুকে দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
জানা যায়, আদনান বাবু নিজেকে মাহবুব নামে শিক্ষা মন্ত্রণালয়ের সেকশন অফিসার পরিচয় দিয়ে টেলিফোনে ভবন নির্মাণে বরাদ্দপত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে মানিকগঞ্জের বারাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. রফিকুল ইসলামের কাছে ৫ লাখ টাকা দাবি করেছিলেন।বিষয়টি জানার পর শিক্ষাসচিব নজরুল ইসলাম খান দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সহায়তা চান। এরপর মোবাইল ট্র্যাক করে কঠোর গোপনীয়তায় গত ২ এপ্রিল আদনান ও তার সহযোগীকে রাজধানীর বিজয়নগর থেকে গ্রেফতার করা হয়। ওই রাতেই দুদকের ঢাকা-১ কার্যালয়ের সহকারী পরিচালক আশীষ কুমার কণ্ডু বাদী হয়ে আদনান বাবু ও তার সহযোগীকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেন। তবে আদনান বাবুকে গ্রেফতার করা থেকে কারাগারে প্রেরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এতোদিন গোপন রেখেছে দুদক।
প্রসঙ্গত, আদনান বাবুর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে,‘রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো… হ্যালো…লাইনটা কেটে গেলো’, ‘মৌচাক মার্কেটে হলো দেখা, নিউ মার্কেটে পরিচয়’, ‘যদি তোমায় আমি চাঁদ বলি’, ‘ও পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে’ ইত্যাদি।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৫/ রশিদা