পর্দায় ফিরছেন বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। সবকিছু ঠিক থাকলে 'হেলেন' ছবিতে দেখা যাবে তাকে। সেলুলয়েডের পর্দায় ধরা পড়তে চলেছে বলিউডের 'পিরিয়ড অব গোল্ডেন টাইমস'। সেইসময়ের গান-নাচ মাতাবে দর্শক হৃদয়। আর এই ছবিটিরই নাম 'হেলেন' যেখানে হেলেন সেজে 'মেহেবুবা মেহেবুবা', 'পিয়া তু অব তো আজা', 'ও হাসিনা জুলফো ওয়ালি' ইত্যাদি সুপারহিট গানে তালে কোমর দোলাবেন পুনম পান্ডে।
ছবিটি পরিচালনা করছেন অজিত রাজপাল ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুরেশ নকুম ও বিপিন মেধেকর।