এবার নতুন রূপে ও নতুন রঙে পর্দায় দেখা যাবে বলিউড অভিনেতা শাহিদ কাপুরকে। বিশাল ভারদ্বয়াজের ‘হায়দর’-এর পর এবার অভিষেক চৌবের “উড়তা পাঞ্জাব’-এ অভিনয় করতে চলেছেন তিনি।
নতুন এই ছবিতে তার লুক কেমন হবে তা সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহিদ।
ছবিতে শাহিদ কাপুরকে দেখা যাবে লম্বা চুল, তাতে ঘন নীল রাঙা স্টিকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আলিয়া ভাট।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/মাহবুব