বলিউডে পড়ন্ত বয়সেও এখনো বিয়ে করেননি তিনি, তাই বলে বান্ধবীর অভাব নাই তার। হ্যাঁ বলা হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের কথা। তবে বরাবর বান্ধবীর সাহায্যে এগিয়ে যান এ সুপারস্টার। আর এর অন্যথা হয়নি আজও। বান্ধবী ইলি আব্রাহামের জন্য এবার তিনি ছেড়ে দিলেন নিজের সাধের ফার্ম হাউস।
ইলি আব্রাহাম সুইডিস অভিনেত্রী। বর্তমানে বলিউডের আপকামিং ছবি ‘ওয়েলকাম-থ্রি’-তে দেখা যাবে তাকে দেখা যাবে। দেশ ছেড়ে ভারতে পাড়ি দেওয়া এই অভিনেত্রীর থাকার জন্য দরকার ছিল একটি বাড়ি। আর এ কারণে সালমান খান ইলির থাকার জন্য ছেড়ে দিয়েছেন তার ফার্মহাউস। ছবিতে অভিনয়ের আগে ‘বিগ বস’ সিজন সেভেনে তাকে টিভি পর্দায় দেখতে পায় দর্শকরা।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/মাহবুব