রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (নবরাত্রি) হলে ‘ব্ল্যাক হর্স প্রেজেন্টস মিকা সিং নাইট’ কনসার্টে সঙ্গীত পরিবেশন করতে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার মিকা সিং।
কনসার্টে আগামী ১৫ মে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত গান পরিবেশন করবেন এই শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইভেন্টের আয়োজক ও এম বায়িং এর পরিচালক তুহিন বড়ুয়া।
অনুষ্ঠানটি উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোঁরায় এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তুহিন বড়ুয়া জানিয়েছেন, ‘বাংলাদেশে এটি মিকাং সিংয়ের প্রথম কনসার্ট। ইতিমধ্যে ঘোষণার পর পরই ব্যাপক সাড়া পেয়েছি আমরা। কারণ তার গানের প্রচুর ভক্ত রয়েছে বাংলাদেশে। তারা অপেক্ষা করছেন এ কনসার্টের জন্য। আশা করি, সকলে এটি উপভোগ করবেন।’
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউস রং, কাবার ফ্যাক্টরি, বুমারস, মিনা বাজার, ক্যাফে হলিউড (বনানী), ফ্লোর ৬ ক্যাফে (বনানী), স্কাই সেল (বসুন্ধরা সিটি), নকিয়া স্টোর (বসুন্ধরা সিটি)সহ বেশ কিছু জায়গায় আগামী ১৪মে পর্যন্ত এসব আউটলেটে টিকিট পাওয়া যাবে বলে।
অনুষ্ঠানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে ইটিউনস ডট কম বিড, অাই এম ঢাকা ডট কম ও টিকেট চাই ডট কম-এ।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব