বেসরকারি টেলিভিশন 'চ্যানেল আই' এর নিয়মিত অনুষ্ঠান 'গানে গানে সকাল শুরু' তে মঙ্গলবার সকাল পৌনে ৮টায় অতিথি হিসেব গান পরিবেশন করবেন আধুনিক গানের শিল্পী উল্কা হোসেন।
উল্কা হোসেন (উল্কা হামিদ) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরণের সঙ্গীত পরিবেশন করে আসছেন। মূলত আধুনিক গানকেই তিনি নিজের করে নিয়েছেন। পাশাপাশি মডেলিংও করেন সময় পেলে।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব