‘গঙ্গাজল’ মুক্তির দীর্ঘদিন পর এর সিক্যুয়াল 'গঙ্গাজল-২' নিয়ে আসছেন পরিচালক প্রকাশ ঝাঁ। আর এই ছবিতে কেদ্রীয় চরিত্রে থাকছেন বর্তমান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয় আভা মাথুর নামে ছবিতে প্রিয়াঙ্কাকে একজন সাহসী আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে।
গত শনিবার প্রকাশ হয়েছে ছবিটিতে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আলোচনায় এসেছেন এই নায়িকা।
তবে সবথেকে বড় চমক হল, এই ছবিতে প্রধান ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং পরিচালক, মানে প্রকাশ ঝাঁ নিজেই।
উল্লেখ্য, ২০০৩ সালে প্রথম ‘গঙ্গাজল’ ছবিটি মুক্তি পায়, প্রায় একযুগ পর ছবিটির সিক্যুয়াল করার কথা ভাবলেন পরিচালন প্রকাশ ঝাঁ।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব