ঈদকে সামনে রেখে তিনটি গান নিয়ে একটি মিউজিক ভিডিওর অ্যালবাম করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরফিন রুমি। সংগীতার ব্যানারে অ্যালবামটির নাম 'কিছু কথা আকাশে পাঠাও'। গান তিনটি হলো- পরান কান্দে, কিছু কথা আকাশে পাঠাও এবং নিয়ে চল। অ্যালবামের টাইটেল গানটি লিখেছেন জাহিদ আকবর। অন্য দুটি গানের একটি লিখেছেন আরফিন রুমির মা নাসিমা আকতার ও রহম চান এবং অন্যটি লিখেছেন আরফিন রুমি নিজে। এরই মধ্যে অ্যালবামের ষাট ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান আরফিন রুমি। তিনি বলেন, 'বর্তমানে গান কেবল শোনার বিষয় নয়, দেখারও বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টিকে আমি পজিটিভলিই নিয়েছি। আর সে কারণেই ভিডিও অ্যালবামের পরিকল্পনা। অ্যালবামের অডিও ট্যাকের কাজ অনেকাংশেই শেষ হয়ে এসেছে। ফিনিশিং টাচ এর অপেক্ষা। বাকিটুকু শেষ হলেই আমরা শুটিংয়ে চলে যাব। এটির জন্য অবশ্য আমার একক অ্যালবামের কাজ একটু পিছিয়ে গেছে।'