কয়েক দিন আগেই মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলা ও হিন্দি ছবির কৃষ্ণকলি পাওলি দাম জানিয়েছিলেন তিনি মোটেই সিঙ্গেল নন। তবে তার সেই সম্পর্কের মানুষটি কে তা তিনি জানাননি। এবার সেটিই জানা গেছে। মনের মানুষের হাত ধরে সোজা বেডরুমে পৌঁছে যাওয়া পাওলি এত দিনে তার মনের মানুষের খোঁজ পেয়েছেন। আর সেই মানুষ, যিনি তার মনটি চুরি করতে পেরেছেন তিনি হলেন গুয়াহাটির এক রেস্তোরাঁ মালিক। তার নাম অর্জুন দেব। পাওলি অভিনীত পারাপার মুক্তি পাওয়ার পর এক অনুষ্ঠানে আলাপ হয়েছিল অর্জুনের সঙ্গে।
প্রথম সাক্ষাতের সেই ভালোলাগা ভালোবাসা হয়ে উঠতে বেশি সময় নেয়নি। প্রকাশ্যে কিছু না বললেও পাওলির হোয়াট্সঅ্যাপ প্রোফাইলে দুজনের ছবি অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়েছে।