নব্বই দর্শকের শুরুর দিকের কথা বলছি। সেই সময় 'ঘাসফুল ভালোলাগে' গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। সেই গানের শিল্পী হচ্ছেন আসীফ তুহীন। ১৯৯১ সালে বেতার জগৎ থেকে তার প্রথম একক অ্যালবাম 'কী সুখের ছোঁয়া' বাজারে আসে। দুই যুগ পর শিল্পী আসীফ তুহীন আবারও একক অ্যালবাম নিয়ে শ্রোতা-দর্শকের সামনে আসছেন। তার দ্বিতীয় একক অ্যালবামের নাম 'মনের ভেতর'। অ্যালবামের গান লিখেছেন মুুখলেসুর রহমান মুকুল ও আশীষ পাল। সুর ও সংগীতায়োজন করেছেন দীপক সূত্রধর। আসীফ তুহীন বলেন, 'শ্রোতাদের ভালোবাসার জন্যই আবারও গানের জগতে পুরোপুরি ফিরে এলাম। চেষ্টা করেছি আমার নতুন অ্যালবামে কিছু ভালো গান রাখতে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। আমি সবার কাছে দোয়া চাই যেন গানে এখন থেকে নিয়মিত হতে পারি।'