অবশেষে স্বীকার করলেন রণবীর কাপুর। এতদিন মিডিয়ায় বলিউডের যে সম্পর্কটা নিয়ে সবচেয়ে বেশি জল্পনা হয়েছে, সেই সম্পর্কের সত্যতা স্বীকার করে নিলেন রণবীর। রণবীর কাপুর এই প্রথম মিডিয়ার সামনে খোলাখুলি জানিয়ে দিলেন ক্যাটরিনাকে তিনি বিয়ে করছেন। তবে এই বছর দুজনেই খুব ব্যস্ত বলে বিয়েটা আগামী বছর সেরে নেওয়ার পরিকল্পনা করেছেন বলে বলিউডের বরফি হিরো জানিয়েছেন। আগামী বছর শেষের দিকে ক্যাটকে তিনি বিয়ে করছেন বলে জানালেন রণবীর। রণবীর বলেছেন, 'আমি আর ক্যাটরিনা দুজনেই আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত। আমার বয়স এখন ৩৩, এখন আমার পরিবার গড়ার বয়স হয়েছে। ক্যাটরিনাও আমার মতোই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। কথাটা আগেভাগে জানিয়ে দিলাম কারণ সেটা না করলে সম্পর্কটাকে অসম্মান করা হবে।'