সম্প্রতি চিত্রনায়ক আমিন খান ও লাঙ্ তারকা বাঁধন জুটি বেঁধেছেন। সোহেল রানার রচনায় তারেক মিয়াজীর পরিচালনায় 'সারপ্রাইজ' নাটকের শুটিং নিয়ে তারা দুজন ব্যস্ত সময় পার করছেন। নাটকের গল্পে দেখা যাবে, আমিন খান গরিব ঘরের সন্তান। আর বাঁধন ধনীর দুলালি। তারপরেও সব বাধা দূর করে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু বাঁধন আবিষ্কার করেন ভিন্ন এক আমিন খানকে। যে আমিন খান একটু আগেই তাকে প্রেমের কথা বলছিল, সে কিনা অন্য মেয়ের হাত ধরে রেস্টুরেন্টে বসে আছে! তাকে নিয়ে দেশের বাইরে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। বাঁধন নিজের চোখ ও কানকে বিশ্বাস করতে পারেন না। সত্যি কী তাই, নাকি তার দেখার মাঝে বা আমিন খানকে জানার মাঝে কোনো ভুল আছে। এমনই সব প্রশ্নের উত্তর খুঁজতে দর্শককে চোখ রাখতে হবে টিভির পর্দায়। এ নাটক প্রসঙ্গে আমিন খান বলেন, 'পাণ্ডুলিপির গাঁথুনি খুবই ভালো। চরিত্রের প্রয়োজনে আমাকে কষ্ট বেশি করতে হচ্ছে। তবে নাটকটিতে একটি রহস্য আছে। আশা করি, দর্শকদের জন্য ভালো একটি নাটক হবে।' এদিকে বাঁধন বলেন, 'নাটকের শেষ না দেখে দর্শকরা বুঝতে পারবে না রহস্য কোথায়। আমরা না বুঝেই ভালোবাসার মানুষকে সন্দেহ করি। যা ঠিক না। আশা করি, নাটকটি দর্শক উপভোগ করবেন। এ নাটকে আরও অভিনয় করছেন- সাবেরি আলম, সালেহা খানম নাদিয়া, পাভেল ইসলাম কণাসহ অনেকে। ঈদে যে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।'