বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান 'গানে গানে সকাল শুরু'তে আজ সকাল পৌনে ৮টায় অতিথি হিসেবে থাকবেন আধুনিক গানের শিল্পী উল্কা হোসেন। উল্কা হোসেন (উল্কা হামিদ) বিটিভিতে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংগীত পরিবেশন করে আসছেন। মূলত আধুনিক গানকেই তিনি নিজের করে নিয়েছেন।