আবারও আইপিএলে ফিরছেন সাকিব আল হাসান। তবে এই তাঁর ফেরাটা গ্যালারি থেকে দেখা হবে না শাহরুখ খানের। কেননা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যে শাহরুখের জন্য নিষিদ্ধ!
মুম্বাইয়ে কিং খানের রাজত্ব হলেও সেখানকার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ঢোকার অনুমতি নেই কলকাতা নাইট রাইডার্সের এই মালিকের। ২০১২ সালে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাহাসে জড়িয়ে এই স্টেডিয়ামে প্রবেশাধিকার হারান শাহরুখ। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে। সেই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের মালিক মুম্বাই ক্রিকেট সংস্থার (এমসিএ) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, শাহরুখ এবারও ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। তবে দুদিন পর ওয়াংখেড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ব্রাবোর্ন স্টেডিয়ামে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে পারবেন তিনি। এই স্টেডিয়ামটির মালিক এমসিএ নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমোদিত আরেকটি সংস্থা ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া।
প্রসঙ্গত, গত বছর এমসিএ সাময়িকভাবে তাঁর নিষেধাজ্ঞা তুলে নিতে চেয়েছিল। তখন ২ জুনের ফাইনাল খেলাটি ওয়াংখেড়েতে হওয়ার কথা ছিল। আর সমাপনী অনুষ্ঠান উপস্থাপনার কথা ছিল শাহরুখের। পরে ফাইনালটি বেঙ্গালুরুতে সরে যাওয়ায় সেসবের আর প্রয়োজন পড়েনি। শাহরুখও ওয়াংখেড়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কোনো দেনদরবার করেননি। পিটিআই।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৫/ রোকেয়া।