মুক্তির প্রথম দিনেই আভাস মিলেছিল জমজমাট ব্যবসার। কঙ্গনা রানাওয়াত অভিনীত 'তানু ওয়েডস মানু রিটার্নস'-এর প্রথম তিন দিনের আয় ছাড়িয়ে গেছে সেই প্রত্যাশাও। প্রথম তিন দিনে ৩৮ কোটি রুপির বেশি আয় করে এর মধ্যেই হিটের খাতায় নাম লিখিয়েছে আনান্দ এল রাইয়ের এই রোমান্টিক কমেডি। শুক্রবার মুক্তি পাওয়া 'তানু ওয়েডস মানু'র এই সিক্যুয়েল প্রথম দিন আয় করে ৮ কোটি ৮৫ লাখ রুপি। হলফিরতি মানুষের মুখে মুখে সিনেমার প্রশংসা ছড়িয়ে পড়লে দ্বিতীয় দিন আয় হয় ৫০ শতাংশেরও বেশি। শনিবার ১৩ কোটি রুপি ব্যবসা করার পর রবিবার আইপিএল ফাইনালের উত্তাপ সত্ত্বেও সিনেমাটি আয় করে ১৬ কোটি ১০ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ এ ব্যাপারে টুইট করেন, 'তানু ওয়েডস মানু রিটার্নস'-এর আয়ের গতি লাফিয়ে লাফিয়ে বাড়াটা আমাদের দৃষ্টি খুলে দিয়েছে। শুক্রবারের (৮ কোটি ৮৫ লাখ) তুলনায় সিনেমাটি ১৬ কোটি ১০ লাখ রুপির আয়ে প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে রবিবারে। ভালো দিন চলে এসেছে!'
২০১১ সালের রোমান্টিক কমেডি 'তানু ওয়েডস মানু'ও স্বল্প বাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও প্রথম সপ্তাহেই উঠিয়ে নিয়েছিল মূলধন। ১৭ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রথম সাত দিনে ১৮ কোটি রুপির বেশি আয় করে এগিয়ে যায় সর্বমোট ৫৬ কোটি রুপি আয়ের পথে। আর এটির সিক্যুয়েল প্রথম সপ্তাহেই আগের পর্বের মোট আয়কে পেছনে ফেলেছে। 'তানু ওয়েডস মানু রিটার্নস'-এর নির্মাণ ব্যয় ৩০ কোটি রুপি হওয়ায় এর মধ্যেই হিটের খাতায় নাম লিখিয়েছে এটি। কেবল ভারতের অভ্যন্তরেই নয়, 'তানু ওয়েডস মানু রিটার্নস' চুটিয়ে ব্যবসা করছে দেশের বাইরেও। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মুক্তি পাওয়া সিনেমাটির আন্তর্জাতিক আয় ২৪ কোটি রুপি।