গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ ২৭টি চায়না দুয়ারি এবং ২০টি কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। জালগুলোর মূল্য প্রায় দেড় কোটি টাকা। মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, করতোয়া নদীসহ বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজননের ক্ষতি করা হচ্ছে।