কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুল আলম মুন্সি কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা। বিএমচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক বলেন, আইনি পদক্ষেপ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।