গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদল চন্দ্র বর্মণ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্যরা ও শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাদলকে হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। ২৪ অক্টোবর সকালে উপজেলার ক্রোড়গাছা (হিন্দুপাড়া) গ্রামে বসতবাড়ির উঠানে থাকা একটি জিগনী গাছ কাটাকে কেন্দ্র করে সপ্তম চন্দ্র বর্মণ, কানাই চন্দ্র বর্মণ, প্রশান্ত চন্দ্র বর্মণ, সুধীন চন্দ্র বর্মণ, শ্যামলী রানী, রুপালী রানী ও নিলাম বালা সংঘবদ্ধ হয়ে রামদা, রড ও লাঠি দিয়ে মৃত বারেন্দ্র নাথ বর্মণের ছেলে বাদলের মাথা, বুক ও পায়ে আঘাত করেন। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৭ অক্টোবর নিহতের ভাইসাধন চন্দ্র বর্মণ বাদী হয়ে আটজনের নামে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন।