লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াবহ আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার স্থানীয়রা জানান, রাছেলের মুদি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।