রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নার্সদের পোশাক পরিবর্তন কক্ষে গতকাল সকালে লাশটি পাওয়া যায়। মৃতের নাম নাম সাথী বড়ুয়া (৩৭)। রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গলায় ফাঁস লাগার কারণে তার মৃত্যু হয়েছে। শরীরে আর কোনো আঘাতে চিহ্ন নেই। ওসি সাহেদ উদ্দীন জানান, সাথীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।