প্রায় বছর তিনেক হয়ে গেল পপতারকা কেটি পেরি ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিচ্ছেদ। কিন্তু এখনো বরফ গলেনি তাদের সম্পর্কের। কেটি তার সাবেক স্বামী সম্পর্কে মুখ খুলতে একদমই নারাজ। তবে 'ফায়ারওয়ার্ক'-খ্যাত এ গায়িকা রাসেল সম্পর্কে সরাসরি কিছু না বললেও তার গানের মাধ্যমে বলবেন বলে জানিয়েছেন ই-অনলাইন ম্যাগাজিনকে। ওই ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'বিচ্ছেদের এসএমএস পাঠানোর পর থেকে রাসেল আর কখনো আমার সঙ্গে কথা বলেনি। আমিও তার সম্পর্কে কিছু বলতে চাই না। যা বলা প্রয়োজন তা আমার গানেই থাকবে।' ওই ঘটনার পর থেকে এখনো একাকী জীবনই কাটাচ্ছেন তিনি। তবে ৩০ বছর বয়সী এ তারকা সন্ধানে আছেন একটি ভালো মনের মানুষের। সাক্ষাৎকারে তিনি আধুনিক নারীদের স্বনির্ভরতার কথাও উল্লেখ করেন। বলেন, 'বর্তমান যুগে নারীদের স্বাবলম্বী হওয়া দরকার। কারণ সমঅধিকারের যুগে নারী-পুরুষ মিলেই কোনো বিষয়ের পূর্ণতা পায়। এ ছাড়া বর্তমান বিশ্বে সব ক্ষেত্রে নারীরা পুরুষের সমকক্ষ হিসেবে কাজ করছে। ইচ্ছা করলেই একটি নারী তার কর্মগুণ দিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে।'