এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৮ মিনিটে প্রচার হবে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'রংধনু গ্রুপ প্রবাসে বাংলার মুখ'। মহান মে দিবস উপলক্ষে ১ মে মালয়েশিয়ার সুংগাইবুলু চাইনিজ স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ এই সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বারী সিদ্দিকী, অাঁখি আলমগীর, জামালউদ্দিন নাসির, মিতালী এবং মিম। অনুষ্ঠানে সংগীতের পাশাপাশি ছিল নৃত্যসহ অন্যান্য পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন নিরব এবং আফ্রি।