সোস্যাল মিডিয়ায় ‘অশ্লীলতা ছড়ানো’র অভিযোগে দায়ের কথা মামলায় থানায় হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী ও সাবেক পর্নস্টার সানি লিওন। গতকাল বুধবার ওই মামলায় নিজের বক্তব্য নথিবদ্ধ করতে তিনি থানায় হাজিরা দেন। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী, কয়েকজন আত্মীয়।
এরআগে, অশ্লীলতা প্রচারের অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ডম্বিভেলি থানায় একটি মামলা দায়ের করেন হিন্দু জনজাগৃতি সমিতি নামে একটি সংগঠনের এক কর্মী। এরপর মামলাটি থানে পুলিশের সাইবার সেলে বদলি করা হয়। তারাই সানি লিওনকে সমন পাঠিয়েছিল।
থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ওইদিন ঘণ্টাখানেক থানায় ছিলেন সানি। তার আসার খবর রটে যেতেই তাকে একঝলক চোখের দেখা দেখতে থানার বাইরে ভিড় জামান উৎসুক জনতা।
এদিকে, পুলিশের কাছে দায়ের করা বিবৃতিতে সানি দাবি করেছেন, তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, থানে পুলিশের সাইবার সেলের ইনসপেক্টর জগদীশ সাবন্ত মামলাটির তদন্ত করছেন। তদন্ত প্রক্রিয়া তদারকির দায়িত্বে রয়েছেন থানের অপরাধ দমন শাখার ডিসিপি পরাগ মানেরে।
বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৫/মাহবুব