এমনিতেই খোলামেলা অভিনয়ে আপত্তি করেন না বলিউড অভিনেত্রী লারা দত্ত। একাধিক ছবিতে তাকে বিকিনি কন্যা হিসেবে আবিস্কার করেছে দর্শক। এবার আরও খোলামেলা হয়ে পর্দায় ফিরছেন এ বলিউড তারকা।
প্রভুদেবা পরিচালিত ‘সিং ইজ ব্লিং’ এর মাধ্যমে চার বছর পর বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তার। এরই মধ্যে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে বিয়ে, মা হওয়াসহ লম্বা একটা বিরতির পর লারার মধ্যে শারীরিক পরিবর্তন তেমন লক্ষ্য করা যাবে না। কারণ একটুও মুটিয়ে যাননি তিনি। মা হবার পর টানা জিম ও ডায়েট করেছেন লারা। আর এ কারণেই এ ছবির মাধ্যমে খোলামেলা এবং আবেদনময়ী রূপে তাকে দর্শক আবিস্কার করতে পারবেন। ‘সিং ইজ ব্লিং’ ছবিতে তাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। ছবিটিতে আরও রয়েছেন বিপাশা বসু, এমি জ্যাকসন প্রমুখ।
কমেডি-অ্যাকশন নির্ভর এ ছবির একটি গানের কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি। এখানে ব্যাপক খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন লারা। অক্ষয়ের সঙ্গে গানটিতে একাধিক বিছানার দৃশ্যেও কাজ করেছেন। ভিন্নধর্মী নাচনির্ভর এ গানের শুটিং করতে গিয়ে আহতও হয়েছিলেন লারা। তবে সুস্থ হয়ে ফের শুটিংয়ে ফিরেছেন সেক্সসিম্বল এ অভিনেত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে লারা অভিনীত ‘সিং ইজ ব্লিং’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরের ২ তারিখ। এদিকে এ ছবির বাইরে আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব রয়েছে লারার হাতে। ব্যাটে বলে মিলে গেলে সেগুলোতেও কাজ করবেন তিনি।
সিং ইজ ব্লিং ছবির মাধ্যমে ফেরা প্রসঙ্গে লারা দত্ত বলেন, আমি এ ছবির মাধ্যমে ফিরছি সেটা আগেই জানিয়েছি। তবে আমার ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে এখানে হট ও আবেনদময়ী লারাকেই তারা পাবেন। চার বছর পর নিজেকে এভাবে উপস্থাপনের জন্য কম পরিশ্রম করিনি আমি। বিকিনির উপযুক্ত শরীরে ফিরতে পেরে সত্যি ভাল লাগছে।
বিডি-প্রতিদিন/২৮ মে ২০১৫/ এস আহমেদ