বলিউডে কঙ্গনাকে প্রথমবার দেখা গিয়েছিল 'গ্যাংস্টার' ছবিতে। প্রায় পুরো ছবিতেই মদ্যপ মেয়ের চরিত্রে অভিনয় করে অনায়াসেই ফিল্ম ফেয়ারের বেস্ট ডেব্যু পুরস্কার জিতেছিলেন। এরপর দিন দিন অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এ নায়িকা। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে কঙ্গনার সাম্প্রতিক রোমান্টিক কমেডি তনু ওয়েডস মনুর সিক্যুয়েল 'তনু ওয়েডস মনু রিটার্নস'। কঙ্গনার অভিনয়ের প্রশংসায় কার্পণ্য করছেন না বলিউডের হেভিওয়েটরা। তবে কঙ্গনার সব থেকে বড় পাওনা দুটি চিঠি ও দুটি ফুলের তোড়া। সেই চিঠিতে লেখা রয়েছে, 'আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, আমি সেই ইন্ডাস্ট্রির একজন যেখানে কঙ্গনার মতো ভিনেত্রীও আছেন। প্রেরক শাহেনশাহ অমিতাভ বচ্চন। আর এতে ভীষণ উচ্ছ্বসিত কঙ্গনা।