কাল 'গণ্ডার'
কাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়ন হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক 'গণ্ডার'।
ফরাসি নাট্যকার ইউজিন ইওনেস্ক রচিত জহিরুল হক অনূদিত নাটকটির নির্দেশনায় রয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন- আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, মনিরুল ইসলাম, ঋতু সাত্তার সাইফুল ইসলাম জার্নাল, কাজী রাজেশ, বিলকিস জাহান জবা, মো. রফিক, আল আমিন খন্দকার প্রমুখ।
২ জুন আলোকচিত্রী ফজিত শেখ বাবুর প্রদর্শনী
'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে ২ জুন জাদুঘরে শুরু হচ্ছে আলোকচিত্রী ফজিত শেখ বাবুর ১০ দিনব্যাপী একক প্রদর্শনী। 'বাঁচাও নদী শীতলক্ষ্যা' শীর্ষক জনসচেতনতামূলক এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। আগামী ১১ জুন শেষ হবে ১০ দিনব্যাপী এ প্রদর্শনী।
কাল প্রদান করা হবে কালি ও কলম পুরস্কার
বেঙ্গল শিল্পালয়ের আয়োজনে আগামীকাল প্রদান করা হবে 'কালি ও কলম' তরুণ কবি ও লেখক পুরস্কার। সন্ধ্যা সাড়ে ৬টায় বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার ও বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
এতে সভাপতিত্ব করবেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান। কালি ও কলমের এবারের পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন- কবিতা বিভাগে সাকিরা পারভীন; প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে এম আবদুল আলীম এবং ছোটগল্প ও উপন্যাস বিভাগে ফাতিমা রুমি। প্রতি বিভাগে পুরস্কার হিসেবে এক লাখ টাকা, একটি ক্রেস্ট এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।
ছায়ানটে আজ নজরুল উৎসব
ছায়ানট সংস্কৃতি ভবনে আজ শুরু হচ্ছে দুই দিনের নজরুল উৎসব। সন্ধ্যা ৬টায় ছায়ানট সংস্কৃতি ভবনে উৎসবের উদ্বোধন করবেন শিল্পী এস এম আহসান মুর্শেদ। অতিথি এবং ছায়ানটের শিল্পীদের একক গান, আবৃত্তি, পাঠের পাশাপাশি অনুষ্ঠানে থাকবে সুরসপ্তকের সম্মেলক গান। আগামীকাল শেষ হবে দুই দিনব্যাপী এ নজরুল উৎসব। সমাপনী সন্ধ্যায় কাল নজরুল স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক সুমন সাজ্জাদ। এ ছাড়া আরও থাকবে সম্মেলক গান, সমবেত নৃত্য, একক গান, আবৃত্তি ও পাঠ।
আজ শেষ হচ্ছে কবিতা উৎসব
আজ অলিয়ঁস ফ্রঁসেজ-এর লা গ্যালারিতে শেষ হচ্ছে 'কবির গ্রীষ্ম' শীর্ষক দুই দিনব্যাপী কবিতা উৎসব। এতে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান, আসাদ চৌধুরী, অধ্যাপক ইফফাত আরা নাসরীন মজিদ, মইনুদ্দীন খালেদ, মফিদুল হক, মুহম্মদ নুরুল হুদা প্রমুখ।