আবারও উপস্থাপনায় ফিরলেন অভিনেত্রী ও মডেল অপি করিম। শাহরিয়ার শাকিলের পরিচালনায় সেলিব্রেটি টকশো 'এসকিউ লাইটস অপিস গ্লোয়িং চেয়ার' নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এ আয়োজনে তার অতিথি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক ও উপন্যাসিক সমরেশ মজুমদার, বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সারাহ্ বেগম কবরী, মৌসুমী, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, সারা যাকের, আবুল হায়াত, তারিক আনাম খান, জুয়েল আইচ, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, শমী কায়সার, শাফিন আহমেদ, চিত্রনায়ক ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, শম্পা রেজা, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, ন্যান্সি, তাহসান ও নুসরাত ইমরোজ তিশা।
অপি করিম বলেন, 'অনেকদিন পর আবারও ধারাবাহিক কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলাম। মূলত অনুষ্ঠানের বিষয়বস্তুই এ কাজটি করতে আমাকে আগ্রহী করেছে। আশা করি প্রিয় তারকাদের নিয়ে নির্মিত আয়োজনটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।'
নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, 'আমাদের দেশের টিভি চ্যানেলগুলোয় এখন যেসব সেলিব্রেটি টকশো দেখানো হয় 'এসকিউ লাইট অপিস গ্লোয়িং চেয়ার' সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা। যা অনুষ্ঠানটি দেখলেই দর্শক ধারণা করতে পারবেন বলে আশা করছি।'
'এসকিউ লাইট অপিস গ্লোয়িং চেয়ার' আগামী ১২ জুন থেকে গাজী টিভিতে প্রতি শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে।