সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি কবিতা শেয়ার করে বিপাকে পড়লেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। আসলে ঘটনাটি হলো ড. জগবীর রাঠীর লেখা একটি কবিতাটি অন্য একজনের নাম দিয়ে শেয়ার করেছেন বলিউডের এই অভিনেতা।
এদিকে, ভুল নামে কবিতা শেয়ার করায় এমডিইউ ওয়েলফেয়ার ইউথ-এর ডিরেক্টর রাঠী এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিগ-বি-কে আইনি নোটিশ পাঠিয়েছেন। ১৫ দিনের মধ্যে এই নোটিশের প্রতিক্রিয়া জানাতে হবে সিনিয়র বচ্চনকে।
রাঠীর অভিযোগ ২০০৬ সালে তার লেখা একটি কবিতা টুইটারে অমিতাভ বচ্চনের এক ফলোয়ার বিকাশ দুবে শেয়ার করেছিলেন। অমিতাভ সেই কবিতা পরে তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। কবি হিসেবে নাম দেন তার ফলোয়ার বিকাশ দুবের।
রাঠীর অভিযোগ গত প্রায় এক বছর ধরে এই বিষয়ে কথা বলা জনার জন্য ফেসবুক ও টুইটারে তিনি লাগাতার অমিতাভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু বিপরীত দিক থেকে কোনও জবাব মেলেনি। এরপরেই নিজের আইনজীবীকে দিয়ে বিগ বি-কে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন রাঠী।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৫/মাহবুব