সেক্স শব্দটি শুনলে ঘেমে যেন অস্থির হয়ে ওঠেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খান। পারলে, কানে চাপা দেন। কিন্তু নাছোড় নির্দেশকও। আর কি করা যায়, শেষ পর্যন্ত একটি শর্তে সাদিয়াকে রাজি করলেন পরিচালক সঞ্জয় শর্মা।
সমপ্রেম নিয়ে ছবি ডানোই-২তে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এই পাকিস্তানি অভিনেত্রী। তার বিপরীতে রয়েছেন মীরা, তিনিও পাকিস্তানি। দু-জনের সমপ্রেম দেখা যাবে এ ছবিতে। সমকামীর চরিত্রে অভিনয় নিয়ে অবশ্য কোন খুঁতখুতানি নেই সাদিয়ার। কিন্তু, সেক্স-এ এসেই আটকে গেলেন সাদিয়া। মীরার অবশ্য কোন বাধো বাধো ঠেকেনি। কিন্তু, সাদিয়া শ্যুটিং স্পটে ঘেমে নেয়ে অস্থির। কিছুতেই সংলাপে সেক্স বলবেন না।
জানা যায়, সেক্স শব্দটি বাদ দিতে পরিচালক সঞ্জয় শর্মার কাছে অনুরোধ জানান সাদিয়া। তিনি বলেন, সেক্স বাদ দিয়ে আর সবকিছু করতে রাজি। কিন্তু, সমকামে কাম না-থাকলে, সে তো চিনি ছাড়া পায়েস হল। তাই, সঞ্জয়ও রাজি হননি। তবে শেষমেশ অবশ্য সেক্সে সায় দিয়েছেন পাক অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৫/মাহবুব