ম্যাগির বিজ্ঞাপন অংশ নিয়ে বিপদে পড়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বিজ্ঞাপনের মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছ ভারতের উত্তরপ্রদেশের খাদ্য দফতর। নোটিশের জবাব না দিলে মাধুরীর বিরুদ্ধে মামলাও হতে পারে। খবর ইন্ডিয়া টুডে'র
খবরে বলা হয়, ২ মিনিটে ম্যাগি! নামে একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে এবার বিপাকে মাধুরী দীক্ষিত! এর মাধ্যমে গ্রাহকদেরকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে মাধুরীকে নোটিশ পাঠিয়েছে উত্তরপ্রদেশের খাদ্য দফতর। নোটিশে এই অভিনেত্রীকে উদ্দেশ্যে করে প্রশ্ন করা হয়েছে, কিসের ভিত্তিতে বিজ্ঞাপনটিতে অংশ নিলেন তিনি? আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিবে বলে মাধুরীকে। তা না হলে তার বিরুদ্ধে মামলাও হতে পারে।
সম্প্রতি উত্তরপ্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতর 'ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' বা ‘এফডিএ’-এর রিপোর্ট সামনে আসার পরই ম্যাগি নিয়ে বিতর্ক তৈরি হয়। এফডিএর দাবি, গত বছর মার্চে তৈরি ম্যাগি ইনস্ট্যান্ট নুড্লসের নমুনা পরীক্ষা করে তারা। পরীক্ষার রিপোর্টে দেখা যায়, ওই সময়ে তৈরি ম্যাগির প্যাকেটে মিলেছে মাত্রাতিরিক্ত সীসা এবং মোনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি।
প্রতিবেদন পাওয়ার পরই ২০১৪ সালের মার্চে তৈরি ম্যাগি ইনস্ট্যান্ট নুড্লসের প্যাকেটের একটি ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের 'ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন'।
এদিকে, ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলে জানায়, তারা পরীক্ষার জন্য একটি নিরপেক্ষ ল্যাবে ম্যাগির নমুনা পাঠিয়েছে। আদালা করে ম্যাগিতে মোনোসোডিয়াম গ্লুটামেট মেশানো হয় না বলে দাবি তাদের। আর ম্যাগি ঘিরে এই প্রশ্নের মধ্যেই এবার বিজ্ঞাপনের জন্য মাধুরীকে নোটিশ।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৫/শরীফ