দীপিকা পাড়ুকোন। নামটি ভারতের বর্ডার ক্রস করে বিশ্বে পরিচিত। তার টোলপড়া হাসি, চোখের গভীরতা আর অভিনয়ের মায়াজাল বহু তরুণের মনের দরজায় খটখট কড়া নাড়ে। তাই তো অনেক তরুণীর বিদ্যালয় তিনি। মেয়েটি এবার আমাদের অতিথি। তিনি ঢাকা আসছেন। আজ দুপুরে দীপিকা পা রাখবেন ঢাকার মাটিতে। তারপর সন্ধ্যায় দাঁড়াবেন স্টেজে। অনেকের চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন পর্দার মানুষটি।
দীপিকা ঢাকা আসছেন একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে। তাই আজকে দুপুরে এসে সোজা হোটেলে গিয়ে বিশ্রাম। তারপর বিকাল থেকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হলে অংশ নেবেন রিহার্সেলে। এরপর সন্ধ্যা ৭টায় শুরু হবে জমকালো আসর। সেখানে দীপিকা নিজের অভিনীত জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন, কথা বলবেন, নিজের অনুভূতি জানাবেন। শুধু দীপিকাই নয়, তার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশি তারকারাও। বাংলাদেশি তারকাদের মধ্যে বেশিরভাগই লাঙ্ তারকা। তারা দীপিকার বিভিন্ন সিনেমার চরিত্র হয়ে স্টেজে আসবেন বলে জানা গেছে।
অনেকদিন ধরেই দীপিকার ঢাকা সফরের খবর শোনা যাচ্ছিল। কিন্তু তারিখ চূড়ান্ত হচ্ছিল না। অবশেষে তিনি আসছেন। তবে ঢাকা শহর তার ঘুরে দেখা হচ্ছে না। কারণ শো শেষে রাতেই তিনি আবার উড়াল দেবেন মুম্বাই শহরে।